৩ দিনের মাথায় জাপানে আবারো শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
শক্তিশালী ভূমিকম্পের তিন দিনের মাথায় আবার ভূমিকম্প হয়েছে জাপানে। এবার ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি শুক্রবার (১২ ডিসেম্বর) আঘাত হেনেছে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে। জারি হয়েছে সুনামি সতর্কতা। সতর্ক করা হয়েছে হোক্কাইডোসহ অন্তত তিনটি অঞ্চলের অধিবাসীদের।
শক্তিশালী কম্পনে আতঙ্কিতরা ঘর ছেড়ে খোলা জায়গায় জড়ো হন। জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা-জেএমএ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ছয় দশমিক সাত। পরের ৩০ মিনিটে চার ও পাঁচ মাত্রার আরও তিনটি কম্পন রেকর্ড করা হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো কুজি শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এর প্রভাবে স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট নাগাদ সুনামির আশঙ্কায় হোক্কাইডো, ইওয়াতে আর মিয়াগী অঞ্চলের অধিবাসীদের সতর্ক করা হয়।
গত ৯ ডিসেম্বর জাপানে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে বাড়িঘর ও সেতুর ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি হয়নি কোনো। এতে আহত হন অন্তত ৩৪ জন। সে সময় নিয়মিত আফটার শকের কারণে দীর্ঘ সময় ঘরের বাইরে ছিলেন আতঙ্কিত হাজারো জাপানি পরিবার।
বিভি/এসজি




মন্তব্য করুন: