• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

উষ্ণ অভ্যর্থনা শেষে এক গাড়িতে ফিরলেন মোদী-পুতিন

প্রকাশিত: ০২:৫৯, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৩:০১, ৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
উষ্ণ অভ্যর্থনা শেষে এক গাড়িতে ফিরলেন মোদী-পুতিন

২৭ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে নয়াদিল্লি পৌঁছাতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উষ্ণ অভ্যর্থনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পালাম বিমানবন্দরে নেমে একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন দুই দেশের প্রধান। এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, পুতিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লি পৌঁছান। প্রধানমন্ত্রী মোদি রাতে তার জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করবেন। এটি গত বছর জুলাইয়ে মোদির মস্কো সফরে পুতিনের আতিথেয়তার প্রতিদান।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) মূল শীর্ষ বৈঠক। সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক স্বাগতের পর হায়দরাবাদ হাউজে মধ্যাহ্ন ভাজ ও দ্বিপক্ষীয় আলোচনা হবে। পুতিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের নতুন ভারতভিত্তিক চ্যানেল উদ্বোধন করবেন। রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন। শুক্রবার রাত ৯টায় তিনি ভারত ত্যাগ করবেন।

সরকারি সূত্র জানায়, পুতিনের সঙ্গে বড় ব্যবসায়ী প্রতিনিধিদল এসেছে। ভারত তার অন্যতম প্রাচীন কৌশলগত অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায়।

দুই পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য; এই তিন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। শিপিং, স্বাস্থ্যসেবা, সার ও সংযোগ খাতে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2