• NEWS PORTAL

  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন 

প্রকাশিত: ১৯:৩৭, ৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন 

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া। এমনটাই জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এ ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র চাপের মধ্যেও পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা সম্পর্ক ‘পুনর্গঠন’ করার বিষয়ে একমত হন।  

মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে পুতিন বলেন, ভারতকে তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর নির্ভরযোগ্য সরবরাহকারী রাশিয়া। আমরা দ্রুতবর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত।

রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করায় ট্রাম্পের বিরাগভাজন হয়েছে ভারত। দেশটির ওপর উচ্চহারে শুল্ক আরোপের পাশাপাশি বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ভারতকে তেল আমদানি বন্ধের জন্য চাপপ্রয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের সেসব হুমকি-ধমকি পাত্তাই দেননি পুতিন ও মোদি।

দিল্লির ‘স্বনির্ভরতা’ অর্জনের প্রচেষ্টা যেন আরও জোরদার হয়, সে লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা পুনর্গঠনের বিষয়েও মতৈক্যে পৌঁছেছেন পুতিন ও মোদি। যৌথ বিবৃতিতে বলা হয়, ‘বর্তমানে যৌথ গবেষণা এবং উন্নত প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিষয়ে একসঙ্গে কাজ করছে দুই দেশ।’

জ্বালানি ইস্যুতে পুতিনের প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, ভারত-রাশিয়া অংশীদারত্বের একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে জ্বালানি নিরাপত্তা। পুতিনকে ‘বন্ধু’ সম্বোধন করে মোদি যোগ করেন, আমরা ২০৩০ পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচিতে সম্মত হয়েছি। এতে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ আরও বৈচিত্র্যময়, ভারসাম্যপূর্ণ এবং টেকসই হবে।

ভারতের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ রাশিয়া। মস্কো এই সম্পর্ককে আরও জোরদার করতে চায়। সংশ্লিষ্টরা জানান, ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে, যা ২০২৪ সালে ছিল সর্বোচ্চ ৬৮ বিলিয়ন ডলার।

সূত্র: আল জাজিরা  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2