শান্তি আলোচনা ব্যর্থ, আবারও সংঘাতে পাকিস্তান-আফগানিস্তান
শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও সংঘাতে জড়িয়েছে পাকিস্তান-আফগানিস্তান। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
আফগানিস্তানের তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদের অভিযোগ, পাক সেনারা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। উল্টো পাকিস্তানের অভিযোগ, আফগান বাহিনী চামান সীমান্তে বিনা উসকানিতে হামলা চালিয়েছে। পাক প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে জানান, আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে।
এর আগে গেলো অক্টোবরে সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়। ওই সংঘর্ষের পর, তুরস্ক এবং কাতার মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসে। কয়েক দফা আলোচনার পরও কোনো স্থায়ী সমাধান আসেনি। পাকিস্তান বারবার তালেবান কর্তৃপক্ষকে আফগানিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করে আসছে। অন্যদিকে ইসলামাবাদ আকাশসীমা লঙ্ঘন করছে এবং অযথা চাপ প্রয়োগ করছে, এমন অভিযোগ করে আসছে আফগানিস্তান।
বিভি/এসজি




মন্তব্য করুন: