• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিলো কানাডা

প্রকাশিত: ১৪:০০, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিলো কানাডা

বিশ্বের সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে কানাডা। শুক্রবার (৫ ডিসেম্বর) এ ঘোষণা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

একই সঙ্গে বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডা সরকার। কানাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপগুলো যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ আমাদের মিত্রদের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত  সিরিয়ার স্থিতিশীলতাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নাগরিকদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ভবিষ্যত গড়ে তুলতে সহায়তা করবে। সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বব্যাপী অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার আশ্বাস দেয় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2