• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ বন্ধ করল পাকিস্তান সরকার

প্রকাশিত: ১৫:১২, ৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:১২, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কারাবন্দি ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ বন্ধ করল পাকিস্তান সরকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের সঙ্গে কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

এ সময় ইমরান খানকে উদ্দেশ করে কড়া ভাষায় সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার কারাগারে বসে কোনো ধরনের উসকানিমূলক বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর সুযোগ দেবে না। তারারের ভাষ্য অনুযায়ী, এখন থেকে রাজনৈতিক নেতা, আইনজীবী কিংবা পরিবারের সদস্য—কেউই ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগেই পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে মানসিকভাবে অসুস্থ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর পরপরই সাক্ষাৎ নিষিদ্ধের ঘোষণা আসে, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, মাত্র দুই দিন আগে ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানের সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাতের পর তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান খান।

৭৩ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দীর্ঘদিন তার সঙ্গে বাইরের কারও যোগাযোগ না থাকায় পিটিআই ও সমর্থকদের মধ্যে অসন্তোষ বাড়ে এবং আন্দোলনের ডাক দেওয়া হয়। সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই সম্প্রতি একবার সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2