রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠানে ভয়াবহ আগুন, ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
পেরুর আন্দিয়ান অঞ্চলের পুনের হুয়ানকানে শহরে এক রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে ১০ জন বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছে। তারা এক জন্মদিনের অনুষ্ঠানে একত্রিত হয়েছিল। নিহতদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে, যারা একজন শিক্ষক প্রশিক্ষণ কলেজের ছাত্র ছিল।
স্থানীয় পুলিশ জানিয়েছে, কাঠ ও ইটের তৈরি ‘কালমা ত্রিপা’ রেস্তোরাঁর দ্বিতীয় তলায় আটকা পড়ে ছাত্ররা এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অগ্নি নির্বাপক যন্ত্র ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হয়নি।
হুয়ানকানে শহরে ফায়ার সার্ভিস না থাকার কারণে প্রতিবেশী জুলিয়াকা শহর থেকে দমকল বাহিনী এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পেরুর বহিরাগত এলাকায় জ্বালানিজাত বস্তু সংরক্ষণের সময় নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার কারণে এমন দুর্ঘটনা সময়ে সময়ে ঘটে থাকে।
স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছে এবং তদন্ত চলছে। এই দুঃখজনক ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।
সূত্র: এএফপি
বিভি/টিটি




মন্তব্য করুন: