• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

যমজ সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে না ফেরার দেশে তরুণী কন্টেন্ট ক্রিয়েটর

প্রকাশিত: ১৮:৩০, ৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩০, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যমজ সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে না ফেরার দেশে তরুণী কন্টেন্ট ক্রিয়েটর

হাসিমুখে কন্টেন্ট বানিয়ে নিজ দেশে হয়েছিলেন বেশ জনপ্রিয়। সন্তান জন্মদানের আশায় নিজেও ছিলেন উৎফুল্ল। যমজ দুই পুত্র সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পিয়ারি মরিয়ম।

প্রসবজনিত জটিলতায় মাত্র ২৬ বছর বয়সেই মারা গেছেন তিনি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যমজ সন্তান জন্ম দেওয়ার পরই তার মৃত্যু হয়েছে। পৃথক প্রতিবেদনে পাকিস্তান টুডেসহ বেশ কয়েকটি গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মরিয়মের স্বামী আহসান আলী জানান, মরিয়ম যমজ দুই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং নবজাতকরা সুস্থ আছে। তবে স্ত্রীর মৃত্যুর কারণ বিস্তারিত জানাননি তিনি। সঙ্গে ভুয়া তথ্য না ছড়িয়ে মরিয়মের জন্য দোয়া করার অনুরোধ জানান আহসান।

পিয়ারি মরিয়মের মৃত্যু সংবাদ জানিয়ে এক বিবৃতিতে আহসান লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। সবার কাছে অনুরোধ, মরিয়মের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে ক্ষমা করেন।’

মরিয়ম তার মৃদুভাষী স্বভাব ও আন্তরিকতার মাধ্যমে একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন, যা অসংখ্য নেটিজেনদের জীবন স্পর্শ করেছিল। তিনি ও তার স্বামী তাদের সন্তানকে স্বাগত জানাতে আনন্দের সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলেন। মরিয়মের ইনস্টাগ্রামে অনুসারী ছিল দেড় লাখেরও বেশি। তার এই মৃত্যুতে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2