• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

বাড়তি শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই ট্রাম্প-মোদির ফোনালাপ 

প্রকাশিত: ০৮:৪৩, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৮:৪৩, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাড়তি শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই ট্রাম্প-মোদির ফোনালাপ 

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিবেশিও ভারতের ওপর বাড়তি শুল্কের বোঝা চাপানোর দুঃসংবাদ দিয়েছে।

এমন সময় ট্রাম্প-মোদির ফোনালাপ হলো যখন অমিমাংসিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে দর কষাকষির জন্য ভারত সফরে গেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। চলতি সপ্তাহে ভারতের চালেও দ্বিগুণ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। 

বৃহস্পতিবারের ফোনালাপের তথ্য এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। বলেছেন, কথা হয়েছে পারস্পরিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা হয়েছে মূলত বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা খাত নিয়ে। সেইসাথে, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহায়তা বৃদ্ধি আর কৌশলগত প্রযুক্তি বিনিময়ের বিষয়ে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধের অনুরোধ না মানায় বাড়তি ২৫ শতাংশসহ ভারতের ওপর আরোপিত শুল্ক পাকাপোক্তভাবে ৫০ শতাংশ নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যা ২৭ আগস্ট কার্যকর হয়েছে। 

এদিকে, ভারত, চীনসহ কয়েকটি দেশের ওপর শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে মেক্সিকো। এমন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মেক্সিকোর উচ্চকক্ষ-সিনেট। এতে ভারত থেকে পাঠানোর নির্দিষ্ট কিছু পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2