আজ রজবের চাঁদ দেখা গেলে ২ মাস পর পবিত্র রমজান শুরু
ফাইল ছবি
পবিত্র রমজান শুরুর মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ ইসলামিক দেশে আজ শনিবার (২০ ডিসেম্বর) হিজরি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজব এর অর্ধচন্দ্র অনুসন্ধান করা হবে। যদি আজ শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আকাশে নতুন চাঁদের দেখা মেলে, তবে মহিমান্বিত রমজান মাস আসতে বাকি থাকবে আর মাত্র দুই মাস। গালফ নিউজের খবর।
ইসলামি সংস্কৃতিতে যে চারটি পবিত্র মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, রজব তার অন্যতম। এই মাসটি রমজানের আগমনী বার্তা নিয়ে আসে। রজব শেষ হলেই শুরু হয় শা’বান মাস, আর তার পরেই মুমিন মুসলমানরা সিয়াম সাধনার মাস রমজানকে স্বাগত জানান। তাই আজ চাঁদ দেখা গেলে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে শুরু হবে রমজানের চূড়ান্ত প্রস্তুতি।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে আরবি মাসের হিসাব চলে। যদি আজ শনিবার সূর্যাস্তের পর রজবের চাঁদ দেখা যায় এবং এই মাসটি ২৯ দিন ও পরবর্তী শা’বান মাস ৩০ দিনের হয়, তবে রমজান শুরু হতে আর মাত্র ৬০ থেকে ৬১ দিন বাকি।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথম দিন হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তবে সবকিছুই নির্ভর করছে আকাশে চাঁদ দেখার ওপর।
আরবি মাসগুলো সাধারণত সূর্যাস্তের পরেই শুরু হয়। আজ যদি চাঁদ দেখা না যায়, তবে রমজান শুরুর তারিখ আরও একদিন পিছিয়ে যাবে। তবুও আজ থেকে মধ্যপ্রাচ্যে রজব মাসের চাঁদ দেখার প্রস্তুতির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে রমজানের প্রতীক্ষা আরও গভীর হলো।
বিভি/এআই




মন্তব্য করুন: