• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

টেনে হিজাব খুললেন ভারতের মুখ্যমন্ত্রী, চাকরিতে যোগ দেননি সেই নারী

প্রকাশিত: ২৩:২৪, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টেনে হিজাব খুললেন ভারতের মুখ্যমন্ত্রী, চাকরিতে যোগ দেননি সেই নারী

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাতে এক মুসলিম নারী চিকিৎসকের হেনস্তা হওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি। মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র নেয়ার সময় হিজাব টেনে নামানোর ঘটনার শিকার মুসলিম চিকিৎসক নুসরাত পারভীন চাকরিতে যোগ দেননি। 

শনিবার (২০ ডিসেম্বর) ছিল তার কাজে যোগ দেওয়ার শেষ দিন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, গত ১৫ ডিসেম্বর নবনিযুক্ত আয়ুষ চিকিৎসকদের (আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও ইউনানি) নিয়োগপত্র বিতরণের সময় নুসরাত পারভীন যখন মঞ্চে গিয়ে নিয়োগপত্র নিতে এগিয়ে যান তখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার হিজাব টেনে নামিয়ে দেন। নুসরাত পারভীন পাটনার সরকারি তিব্বি কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তর শিক্ষার্থী।

নুসরাত পারভীনের এক বন্ধুর ভাষ্য অনুযায়ী, পাটনা সদর এলাকার সাবলপুরের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তার কাজে যোগ দেয়ার কথা ছিল। এর আগে জেলা সিভিল সার্জন অবিনাশ কুমার সিংয়ের কাছে রিপোর্ট করার কথা ছিল তার।

তবে জেলা সিভিল সার্জন অবিনাশ কুমার সিং বলেন, ‘আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল কাজে যোগ দেয়ার শেষ সময়। কিন্তু তিনি আসেননি। তবে এর মানে এই নয় যে তিনি পরে যোগ দিতে পারবেন না। স্বাস্থ্য দপ্তর অনুমতি দিলে তার কাজে যোগ দেয়ার সুযোগ থাকতে পারে। এতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।’

এদিকে এই ঘটনার পর থেকেই রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-সহ সমাজের বিভিন্ন অংশ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আচরণের তীব্র সমালোচনা চলছে। গীতিকার ও কবি জাভেদ আখতার এ ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন।

তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন, ওই নারী চাইলে চাকরি না-ও নিতে পারেন অথবা ‘নরকে যেতে পারেন’।

অবশ্য এই ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারিও। তিনি নুসরাত পারভীনকে মাসিক ৩ লাখ রুপি বেতনে ঝাড়খণ্ডে সরকারি চাকরির প্রস্তাব দিয়েছেন। আনসারি বলেন, ‘বিহারে নারী চিকিৎসক ডা. নুসরাত পারভীনের সঙ্গে ঘটে যাওয়া অমানবিক ও লজ্জাজনক ঘটনাটি পুরো দেশকে নাড়া দিয়েছে। হিজাব টেনে নামানো শুধু একজন নারীকে অপমান নয়, এটি সংবিধান ও মানবতাকেও অপমান করার শামিল। ঝাড়খণ্ডে আমরা কন্যা ও চিকিৎসকদের সম্মানের প্রশ্নে কোনও আপস করি না। আমরা তাকে মাসিক ৩ লাখ রুপি বেতনে সরকারি চাকরি, পছন্দের পোস্টিং, পূর্ণ নিরাপত্তা ও সম্মানজনক কর্মপরিবেশ দিতে প্রস্তুত।’

ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনার জন্য বিহারের মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন এবং তাকে ভুক্তভোগী ওই নারী চিকিৎসকের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2