• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

মুক্তি পেয়েছে অপহৃত ১৩০ নাইজেরিয়ান শিক্ষার্থী

প্রকাশিত: ১৬:০৯, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মুক্তি পেয়েছে অপহৃত ১৩০ নাইজেরিয়ান শিক্ষার্থী

নভেম্বরে নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি ক্যাথলিক স্কুল থেকে অপহৃত বাকি ১৩০ শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবুর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা বলেন, সন্ত্রাসীদের দ্বারা অপহৃত বাকি ১৩০ জন স্কুলশিক্ষার্থী এখন মুক্ত। তারা সোমবার মিন্নায় পৌঁছাবে এবং বড়দিন উদযাপনের জন্য আবার বাবা–মায়ের সঙ্গে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, স্কুলশিক্ষার্থীদের মুক্তি সামরিক–গোয়েন্দা পরিচালিত অভিযানের মাধ্যমে সম্ভব হয়েছে।

২১ নভেম্বর ভোরে পাপিরি গ্রামের সেন্ট মেরিজ ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে বন্দুকধারীরা দুই শতাধিক শিক্ষার্থী এবং ১২ জন কর্মীকে অপহরণ করে নিয়ে যায়।

নাইজেরিয়ার খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর আগে জানিয়েছিল, সে সময় অন্তত ৫০ জন শিশু পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে নাইজেরিয়ার সরকার ৮ ডিসেম্বর জানায়, অপহৃতদের মধ্যে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।

ওনানুগা বলেন, এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মোট সংখ্যা ২৩০ জন।

এই অপহরণের ঘটনায় উত্তর নাইজেরিয়ার নিরাপত্তাহীনতা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সেখানে সশস্ত্র দলগুলো প্রায়ই মুক্তিপণের জন্য স্কুলকে লক্ষ্যবস্তু করে। ২০১৪ সালে বোকো হারাম জঙ্গিরা চিবোক থেকে ২৭৬ জন ছাত্রীকে অপহরণের পর থেকে দেশটিতে স্কুলে হামলা ও অপহরণের ঘটনা বেড়ে যায়।

সূত্র: রয়টার্স  
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2