• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

গ্রিনল্যান্ড লাগবেই: ট্রাম্প

প্রকাশিত: ১৩:৪৮, ২৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গ্রিনল্যান্ড লাগবেই: ট্রাম্প

ছবি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড লাগবেই, আবারও জোর দিয়ে এ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২২ ডিসেম্বর) বিবিসির এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড পেতে দ্বীপটিতে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, এই বিশেষ দূত গ্রিনল্যান্ড-সংক্রান্ত উদ্যোগে যুক্তরাষ্ট্রের হয়ে নেতৃত্ব দেবেন। লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এই দূত নিয়োগ দেওয়ার পর ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধে জড়ালেন তিনি। 

এদিকে ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগকে কেন্দ্র করে কোপেনহেগেন ক্ষোভ প্রকাশ করেছে।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক বলেছেন, দ্বীপটির ভবিষ্যৎ সেখানকার জনগণই নির্ধারণ করবে।  দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই গ্রিনল্যান্ড নিয়ে নিজের পুরনো আগ্রহ নতুন করে জাগিয়ে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2