• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

নিউইয়র্কের পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেবেন মামদানি

প্রকাশিত: ১৪:৪০, ৩১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নিউইয়র্কের পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেবেন মামদানি

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন, নববর্ষের মধ্যরাতে নিউইয়র্ক সিটি হলে নয়, বরং ‘গিল্ডেড এইজ’-এ নির্মিত একটি পরিত্যক্ত ভূগর্ভস্থ সাবওয়ে স্টেশনে ব্যক্তিগত ও সীমিত পরিসরের এক অনুষ্ঠানে শপথ নেবেন তিনি। 

৩৪ বছর বয়সী মামদানি নববর্ষের প্রাক্কালে সিটি হলের নিচে অবস্থিত, বর্তমানে অচল একটি সাবওয়ে স্টেশনে মেয়রের শপথ গ্রহণ করবেন। একসময় স্থানীয় ‘৫’ ট্রেনের টার্নঅ্যারাউন্ড হিসেবে ব্যবহৃত এই স্টেশনটি তিনি বেছে নিয়েছেন প্রতীকী অর্থে। তার ভাষায়, এটি ‘একটি নতুন যুগের সূচনা’র প্রতিফলন।

এক বিবৃতিতে মামদানি বলেন, ‘এটি ছিল এমন এক শহরের ভৌত স্মারক, যে শহর সৌন্দর্য ও বৃহৎ নির্মাণে সাহস দেখিয়েছিল—যা শ্রমজীবী মানুষের জীবন বদলে দেওয়ার লক্ষ্যেই তৈরি হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘সে উচ্চাকাঙ্ক্ষা কেবল অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ থাকার নয়, কিংবা শুধু সিটি হলের নিচের টানেলেই আটকে থাকারও নয়। ভবনের ওপরে বসে নিউইয়র্কবাসীর সেবা করার সুযোগ পাওয়া যে প্রশাসন, তার লক্ষ্যই হবে সেই ঐতিহ্যকে সামনে এগিয়ে নেওয়া।’

নিউইয়র্কের লাখো মানুষের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে ‘গভীরভাবে সম্মানিত ও বিনীত’ বলে উল্লেখ করেন মামদানি। তার ভাষায়, তিনি শহরের মহান ঐতিহ্যকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মামদানির শপথ বাক্য পাঠ করাবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এরপর বুধবার সিটি হলের সিঁড়িতে আরেকটি আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠান হবে, যেখানে তাকে শপথ পড়াবেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। এরপর ব্রডওয়েতে একটি ব্লক পার্টির আয়োজন করা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2