• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ঢাকায় এসে হাসিমুখে হাত মেলালেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৭:১২, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:১৩, ৩১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকায় এসে হাসিমুখে হাত মেলালেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক বৈরীতা, সীমান্তে উত্তেজনা এমনকি যুদ্ধেও জড়িয়েছে ভারত-পাকিস্তান। তাদের কথার রাজনীতি গড়িয়েছে খেলার মাঠেও। রীতি ভেঙে হ্যান্ডশেক না করার প্রবণতাও দেখা গেছে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের। তবে এই বৈরীতার বিন্দুমাত্রও দেখা গেল না ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের মধ্যে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। আরো আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

বুধবার ঢাকায় খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেন তারা। এ সময় দুজনকে হাসিমুখে এবং করমর্দন করতেও দেখা যায়। খবর জিও নিউজের।

২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের পর প্রথমবারের মতো এ ধরণের বৈঠক হলো। খালেদা জিয়ার বাসভবনে হাসিমুখে হাত মেলান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। যদিও এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান।

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2