জমকালো আয়োজনে আল-কোরআন ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়লেন মামদানি
ছবি: জোহরান মামদানি (সংগৃহীত)
জমকালো আয়োজনে আল-কোরআন ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নিউইয়র্কের প্রথম মুসলিম অভিবাসী মেয়র জোহরান মামদানি। আশ্বস্ত করে বলেছেন, নগরবাসীর চাহিদা পূরণে আন্তরিকতা আর চেষ্টার কমতি থাকবে না তার।
ইংরেজি নববর্ষের প্রথম দিন মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনায় নবনির্বাচিত মেয়রের অভিষেক আয়োজনে শামিল হন অর্ধলক্ষাধিক মানুষ। লোয়ার ম্যানহাটনের সিটি হলের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে অভিষেক আয়োজনে শপথ পাঠ করান ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।
কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় পর্বের শপথ এটি। এর মাধ্যমে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আর শতাব্দীর কনিষ্ঠতম মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন মামদানি।
সমবেত অতিথি আর নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, এই মুহূর্ত খুব কম আসে। এমন সময় আরও কম আসে, যখন পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতে থাকে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মার্কিন অভিনেতা ও গায়ক ম্যান্ডি প্যাটিনকিন।
উপস্থিত ছিলেন সাবেক মেয়র বিল ডি ব্লাসিও, সদ্য বিদায়ী মেয়র এরিক অ্যাডামসসহ ডেমোক্র্যাট পার্টির নেতারা।
এর আগে ৩১ ডিসেম্বর মধ্যরাতে পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে ছোট পরিসরে মামদানিকে শপথ পাড়ান নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস।
বিভি/এআই




মন্তব্য করুন: