যুক্তরাষ্ট্রের তিন বড় শহর থেকে সেনা প্রত্যাহার
আইনি চাপে পিছু হটলেন ট্রাম্প!
ছবি: ফাইল ফটো
আইনি চাপ ও স্থানীয় নেতৃত্বের বিরোধিতার মুখে যুক্তরাষ্ট্রের তিন বড় শহর-শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে সেনা প্রত্যাহারের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনা সরানোর ঘোষণা দিলেও ভবিষ্যতে অপরাধ বাড়লে আবারও সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, শহরগুলোতে অপরাধ কমার পেছনে সেনাবাহিনীর ভূমিকা রয়েছে। তার ভাষায়, ‘আমাদের দেশপ্রেমিক সেনাদের কারণেই অপরাধ কমেছে। পরিস্থিতি খারাপ হলে আমরা আরও শক্তিশালী ও ভিন্ন রূপে ফিরে আসবো।’
তবে বাস্তবতা ভিন্ন বলেই মনে করছেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ইতোমধ্যে ইলিনয়েস অঙ্গরাজ্যে সেনা মোতায়েন আটকে দিয়েছেন। পাশাপাশি ফেডারেল আপিল আদালত ক্যালিফোর্নিয়ায় মোতায়েন সেনাদের গভর্নরের নিয়ন্ত্রণে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন। এসব আইনি রায়ের পরই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হন ট্রাম্প।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন ন্যুসামের কার্যালয়সহ একাধিক স্থানীয় নেতা বলছেন, এটি প্রেসিডেন্টের সদিচ্ছার ফল নয়, বরং সরাসরি আদালতের নির্দেশ ও আইনি বাধ্যবাধকতা। তাদের দাবি, শহরগুলোতে অপরাধ এমনিতেই কমতির দিকে ছিল এবং সেনা মোতায়েন অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।
শিকাগো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শহরটিতে সহিংস অপরাধ কমেছে ২১ দশমিক ৩ শতাংশ—যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। অথচ ট্রাম্প প্রশাসন অভিবাসননীতি ও অপরাধ বৃদ্ধির অভিযোগ তুলে জুন মাসে সেখানে সেনা মোতায়েন শুরু করেছিলো। সূত্র:
বিভি/এমআর




মন্তব্য করুন: