• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় হোটেলে হামলা, প্রাণ গেল ২৪ জনের

প্রকাশিত: ২০:০০, ১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় হোটেলে হামলা, প্রাণ গেল ২৪ জনের

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রুশ-নিয়ন্ত্রিত অংশে নববর্ষ উদযাপনের সময় একটি হোটেল ও ক্যাফেতে হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এমন অভিযোগ করেছে মস্কো। 

রয়টার্সের প্রতিবেদন বলছে, এ বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বরং, এর আগে ইউক্রেনই অভিযোগ করে আসছিল, রাশিয়ার হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

খেরসন অঞ্চলের রাশিয়া-নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদো প্রথম এই অভিযোগ তোলেন। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশটির শীর্ষ রাজনীতিকরা একে “সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেন। তবে সালদোর দপ্তর থেকে প্রকাশিত হামলার পরবর্তী ছবিগুলো বা অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

প্রকাশিত ছবিতে একটি সাদা চাদরের নিচে একটি মৃতদেহ দেখা যায়। ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের চিহ্ন ছিল এবং মাটিতে রক্তের দাগের মতো চিহ্নও দেখা গেছে। সালদো বলেন, উপকূলীয় গ্রাম খোরলিতে নববর্ষ উদযাপনের স্থানে তিনটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। তিনি উল্লেখ করেন, এটি ছিল বেসামরিক মানুষের ওপর “ইচ্ছাকৃত হামলা”, যাতে অনেক মানুষ আগুনে পুড়ে মারা যান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়, যার মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন, যাদের মধ্যে ছয়জন নাবালক রয়েছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এতে কোনো সন্দেহ নেই যে হামলাটি আগেই পরিকল্পিত ছিল এবং ড্রোনগুলো ইচ্ছাকৃতভাবে সেইসব স্থানে আঘাত হেনেছে, যেখানে বেসামরিক মানুষ নববর্ষ উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন।’ একে “যুদ্ধাপরাধ” বলে উল্লেখ করেছে রাশিয়া।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেন, মস্কো এই হামলার প্রতিশোধ যুদ্ধক্ষেত্রেই নেবে এবং হামলাকারী ও তাদের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে দাবি করেন, এই ঘটনার জন্য শেষ পর্যন্ত ইউক্রেনের পশ্চিমা মিত্ররাই দায়ী। রাশিয়ার সংসদের দুই কক্ষের স্পিকারসহ দেশটির শীর্ষ রাজনীতিকরাও কিয়েভের প্রতি তীব্র নিন্দা জানান।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2