• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

মধ্যরাতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

প্রকাশিত: ২১:১৩, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মধ্যরাতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

ভেনিজুয়েলার মার্কিন হামলার রেশ কাটতে না কাটতেই এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সিনসিনাটির বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে।

সম্ভাব্য চুরি ও ভাঙচুরের খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় যায়। কিছু সময়ের মধ্যেই এক সন্দেহভাজনকে আটক করা হয়। ঘটনাটি ঘটে রাত দেড়টার কিছু পর। এই খবর জানিয়েছে সিএনএন।

কর্তৃপক্ষ জানায়, ভ্যান্সের ওহাইওর বাসভবনে ভাঙচুরের ঘটনায় এক ব্যক্তি হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে।

মার্কিন সিক্রেট সার্ভিসের মতে, ঘটনার সময় ভ্যান্সের পরিবার ওহাইওতে ছিলেন না।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসভবনের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানান, অজ্ঞাতপরিচয় প্রাপ্তবয়স্ক সেই পুরুষকে আটক করা হয়েছে ‘ব্যক্তিগত একটি বাসভবনের বাইরের জানালা ভাঙাসহ ভাঙচুর করার কারণে।’

মুখপাত্র অ্যান্থনি গুগ্লিয়েলমি বলেন, ‘চার্জ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনার সময় ইউএস সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ বিভাগ এবং ইউএস অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করছে।’

একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে বলেন, কেউ ভ্যান্স বা তার পরিবারকে লক্ষ্যবস্তু করেছিল কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের ধারণা, ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাড়িতে ঢোকেননি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, ঘটনার আগে ভ্যান্স পরিবার ইতিমধ্যে শহর ছেড়ে গিয়েছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2