• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড 

প্রকাশিত: ২০:৪১, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪২, ১৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড 

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল–কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মার্শাল 'ল জারির ব্যর্থ চেষ্টার পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা কার্যকরে বাধা দেওয়ার চেষ্টা–সংক্রান্ত মামলায় শুক্রবার (১৬ জানুয়ারি) এ রায় ঘোষণা করা হয়। 

সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে বলা হয়েছে— ২০২৪ সালের ডিসেম্বরে ইউন সুক ইয়লের ঘোষিত মার্শাল ল–সংক্রান্ত মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

এছাড়া, আদালত ইউনকে সরকারি নথি জালিয়াতি এবং মার্শাল ল জারির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে।

উল্লেখ্য, জরুরি আইন জারির চেষ্টার পর ক্ষমতাচ্যুত হওয়া ইউনের বিরুদ্ধে এটিই প্রথম কোনো আদালতের রায়। তবে তিনি চাইলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

সূত্র: রয়টার্স

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত