• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

উত্তেজনার মধ্যে পূর্ব ইউরোপে জঙ্গি বিমান পাঠালো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
উত্তেজনার মধ্যে পূর্ব ইউরোপে জঙ্গি বিমান পাঠালো যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি

ইউক্রেনের চলমান সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে প্রতিনিয়ত। এরই মধ্যে পূর্ব ইউরোপে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করে। এরপর আমেরিকা পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়া, লুথিয়ানিয়া ও রোমানিয়ায় ছয়টি এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করে।

যুক্তরাষ্ট্র বলেছে, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপে সেনা এবং সামরিক সরঞ্জামাদি পুনর্বিন্যাসের যে নির্দেশ দিয়েছেন তার অংশ হিসেবে পূর্ব ইউরোপে এসব বিমান মোতায়েন করা হলো।

এর আগে সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ, মোটেই আগ্রাসী পদক্ষেপ নয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে যুক্তরাষ্ট্রের নেই।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2