• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চীনের কাছে অস্ত্র সহায়তা চেয়েছে রাশিয়া

প্রকাশিত: ১৩:১৪, ১৪ মার্চ ২০২২

আপডেট: ১৩:১৫, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
চীনের কাছে অস্ত্র সহায়তা চেয়েছে রাশিয়া

ফাইল ছবি

চীনের কাছে রাশিয়া অস্ত্র সহায়তা চেয়েছে বলে দাবি করেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। চীন বলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকেই মনোযোগ বেইজিংয়ের। এ অবস্থায় চীনের কাছে রাশিয়া অস্ত্রসহ কূটনৈতিক সহায়তা চেয়েছে বলে দাবি বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের।

এদিকে, ইউক্রেনের ইরপিন শহরে এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।  ইরপিনে হামলায় নিহত সাংবাদিকের নাম ব্রেন্ট রোডস। ৫০ বছর বয়সী ব্রেন্টের মরদহের পাশ থেকে নিউ ইয়র্ক টাইমসের পরিচয়পত্র উদ্ধার করা হয়। এতে তিনি ঐ পত্রিকায় কাজ করেন লেখা থাকলেও বিষয়টি অস্বীকার করেছে নিউ ইয়র্ক টাইমস। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

গেল ১৯ দিনের যুদ্ধে ইউক্রেনে মারা গেছে কয়েক হাজার মানুষ। কেবল মারিওপোলেই নিহত দুই হাজারের বেশি। দেশ ছেড়েছে ২৭ লাখের বেশি ইউক্রেনীয়। এ অবস্থায় আজ আবারও ভার্চুয়াল আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। 

মন্তব্য করুন: