‘নো-ফ্লাই জোন না করলে ন্যাটোভুক্ত দেশেও হামলা চালাবে রাশিয়া’

ফাইল ফটো
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বলেছেন, তার দেশের আকাশসীমায় ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা না হলে ন্যাটোভুক্ত দেশেও রাশিয়া হামলা করবে।
রবিবার (১৩ মার্চ) মধ্যরাতের পরপরই দেওয়া এক ভিডিও ভাষণে নিজের দেশের আকাশসীমায় ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়ে তিনি একথা বলেন। ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ নগরীর উপকণ্ঠে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার সৈন্যদের বিমান হামলায় ৩৫ জন নিহত ও ১৩০ জনের বেশি আহত হওয়ার এক দিন পর জেলানস্কি এমন আহ্বান জানালেন। খবর এএফপি’র।
জেলানস্কি বলেন, ‘যদি আপনারা আমাদের আকাশসীমা বন্ধ না করেন, তাহলে আপনাদের সদস্য দেশের ওপর রাশিয়ার হামলা চালানো সময়ের ব্যাপার মাত্র।’
বিভি/কেএস
মন্তব্য করুন: