এবার রাশিয়ায় অ্যালুমিনিয়াম রফতানিও নিষিদ্ধ করেলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার গভের রিও টিন্টো অ্যালুমিনা শোধনাগার (ছবিঃরয়টর্স)
ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার অংশ হিসাবে রাশিয়ায় বক্সাইটসহ অ্যালুমিনা এবং অ্যালুমিনিয়াম রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া।
অপরদিকে, জ্বালানি চাহিদা মেটাতে ইউক্রেনকে অন্তত ৭০ হাজার টন তাপীয় কয়লা দেওয়ারও ঘোষণা দিয়েছে দেশটি। খবর আল জাজিরা’র।
অস্ট্রেলিয়ান সরকার একটি বিবৃতিতে বলেছে, ‘এই পদক্ষেপটি রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষমতাকে সীমিত করবে, যা রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রফতানি।’
উল্লেখ্য, রাশিয়া তার অ্যালুমিনা চাহিদার প্রায় ২০ শতাংশ আমদানি করতো অস্ট্রেলিয়া থেকে। এই নিষেধাজ্ঞা তাদের অ্যালুমিনিয়ামের বাজারে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
বিভি/কেএস
মন্তব্য করুন: