জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট বাংলাদেশের

রাশিয়ার হামলার জেরে ইউক্রেনে সৃষ্ট মানবিক সংকট নিরসনে ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের আনা প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (স্থানীয় সময়) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।
ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তার সুযোগের আহ্বান জানিয়ে ইউক্রেন জাতিসংঘে প্রস্তাবটি উত্থাপন করে। পাশাপাশি ইউক্রেনে হামলার বিষয়ে রাশিয়ার সমালোচনাও করা হয়েছে প্রস্তাবে।
জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত এই ভোটাভূটিতে সদস্য দেশগুলো অংশ নেয়। ইউক্রেনের উত্থাপিত প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পাশ হয়। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪০ সদস্য দেশ। বিপক্ষে ভোট পড়েছে পাঁচটি, ভোটদানে বিরত ছিল চীন, পাকিস্তান ও ভারতসহ ৩৮ দেশ। বিপক্ষে ভোট দেওয়া পাঁচ দেশ হলো রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।
বিভি/ এসআই
মন্তব্য করুন: