• NEWS PORTAL

  • রবিবার, ১২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সৌদি আরবের তেলের ডিপোতে হুথি বিদ্রোহীর রকেট হামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ২৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সৌদি আরবের তেলের ডিপোতে হুথি বিদ্রোহীর রকেট হামলা

সৌদি আরবের জেদ্দায় তেলের ডিপো ও রিয়াদের বেশ কিছু জায়গায় রকেট ও ড্রোনের সাহায্যে হামলার কথা জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীর।

শনিবার (২৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

হামলার পর জেদ্দার একটি তেলের ডিপো থেকে ব্যাপক কালো ধোঁয়া বের হতে দেখা যায়। শহরটি ফর্মুলা ওয়ান রেস আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। যা শুরু হবে রবিবার থেকে। তবে সৌদি আরব ও রাষ্ট্রীয় কোম্পানি আরামকো আগুনের বিষয়ে কিছু জানায়নি।

শুক্রবার রাতে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও রাস তানুরা এবং রাবিগ শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। সারিয়া জানান, রিয়াদেরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, জেদ্দায় আরামকোর স্থাপনা এবং রিয়াদের বেশ কিছু জায়গায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া জিজান, নাজরান, রাস তানুরা ও রাবিগে বেশ কিছু ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

আল আরাবিয়া টিভি বলছে, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাজরানকে লক্ষ্য করে ড্রোন থেকে ছোড়া দুটি বিস্ফোরক ধ্বংস করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র এ হামলার নিন্দা জানিয়েছে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2