• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ইউক্রেনের একটি অস্ত্রভান্ডারও গুড়িয়ে দিলো রাশিয়া

প্রকাশিত: ২১:৪৫, ২৬ মার্চ ২০২২

আপডেট: ২১:৫৪, ২৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনের একটি অস্ত্রভান্ডারও গুড়িয়ে দিলো রাশিয়া

গতকাল জ্বালানির ডিপোতে হামলা করার পর আজ শনিবার (২৬ মার্চ) ইউক্রেনের একটি অস্ত্র ভাণ্ডারও গুড়িয়ে দিয়েছে রাশিয়ার সৈন্যরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি অস্ত্রভান্ডার উড়িয়ে দিয়েছেন তারা।

শুধু তাই নয়, নতুন করে আরো একটি জ্বালানি ডিপোতে হামলা করার দাবি করেছে রাশিয়া। 

আরও পড়ুন:

এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, সমুদ্র থেকে চারটি কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র ছুড়ে, জায়তোমায়ার প্রদেশের ভেলেকি কোরোভোনসিতে অবস্থিত একটি অস্ত্র ভান্ডার গুড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলায় একটি অস্ত্র ও গোলাবারুদে ভরপুর গুদাম ধ্বংস হয়ে গেছে। 

ইগোর কোনাসেনকোভ আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১১৭টি সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ৬টি কমান্ড পোস্ট ও তিনটি বিমান।

ইগোর কোনাসেনকোভ জানিয়েছেন, মাইকোলাইভের যে জ্বালানি ডিপোটি ধ্বংস করা হয়েছে সেই ডিপো থেকে দক্ষিণ দিকে অবস্থান নেওয়া ইউক্রেনের সেনা সদস্যদের জ্বালানি সরবরাহ করা হচ্ছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2