• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

বিশ্বকে অবশ্যই দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিতে হবে: ন্যাটো মহাসচিব

প্রকাশিত: ১৪:১৯, ৮ এপ্রিল ২০২২

আপডেট: ১৪:২০, ৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বিশ্বকে অবশ্যই দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিতে হবে: ন্যাটো মহাসচিব

ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ইউক্রেনে শুরু হয় রাশিয়ান আগ্রাসন। মাসব্যাপী এই যুদ্ধে রাশিয়ার ইউক্রেনের কয়েকটি নগরী দখল করে নিয়েছে, হতাহত হয়েছে বহু মানুষ। অন্যদিকে নিজেদের সাধ্যমত প্রতিরোধ গড়ার চেষ্টা করেছে ইউক্রেন। 


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো মহাসচিব স্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ স্বরুপ বিশ্বকে দীর্ঘ মেয়াদে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কারন, এই যুদ্ধ কয়েক সপ্তাহ, মাস এমনকি বছরও গড়াতে পারে। 


তিনি আশঙ্কা করে বলেন, এই যুদ্ধ যদি দীর্ঘ মেয়াদি হয় তবে ইউক্রেনীয়দের আরো বেশি ভূগতে হবে। পৃথীবি দেখবে আরো ধ্বংস আরো মৃত্যু। 
ন্যাটো মহাসচিব বলেন, যুদ্ধের এই সম্ভাব্য ধ্বংস লীলাকে ঠেকাতে ন্যাটো মনোযোগ দিচ্ছে। 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2