• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

শাহবাজ শরিফকে পুতিনের অভিনন্দন

প্রকাশিত: ১০:৫০, ১৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
শাহবাজ শরিফকে পুতিনের অভিনন্দন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) শাহবাজকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট।

পাকিস্তানে রাশিয়ার দূতাবাসের টুইটারে দেওয়া পোস্টে দেখা যায়, অভিনন্দন জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন যে আফগান ইস্যু, সন্ত্রাস মোকাবিলা এবং পাকিস্তান-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নিবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ।

পুতিনের আগে শাহবাজ শরিফকে অভিনন্দন জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানে চীনের চার্জ দি অ্যাফেয়ার্স প্যাং চুনসুও প্রধানমন্ত্রী শাহবাজকে ফোন করে অভিনন্দন জানিয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

এর আগে, অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2