• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নেকলেস বিক্রি, ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত: ১৩:১৬, ১৩ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:৩১, ১৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
নেকলেস বিক্রি, ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। একটি জুয়েলার্সের কাছে একটি দামি উপহারের নেকলেস বিক্রি করে সেখান থেকে জাতীয় কোষাগারে মাত্র কয়েক লাখ টাকা জমা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই খবর দিয়েছে। 

একটি সূত্রের বরাত দিয়ে ট্রিবিউন জানায়, ওই দামি নেকলেসটি সাবেক মন্ত্রীর বিশেষ সহকারী জুলফিকার বুখারির মাধ্যমে এক জুয়েলার্সের কাছে বিক্রি করা হয়। তদন্তকারীরা দাবি, ওই দামি নেকলেসটি ১৮০ মিলিয়ন রুপিতে বিক্রি করা। তবে এ অর্থ থেকে মাত্র কয়েক লাখ রুপি জাতীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে যা বেআইনি। আর এমন অভিযোগের সত্যতা খুঁজতেই তদন্ত শুরু হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

আরও পড়ুন:

বিভি/এনএম

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2