ইসরাইলী গোয়েন্দা মোসাদের ৩ গুপ্তচর ইরানের হাতে আটক

ইসরাইলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের ৩ গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইরানের গোয়েন্দাবিষয়ক ওই বিবৃতিতে বলা হয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তানের আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকা থেকে মোসাদের ওই ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে, তারা সবাই ইসরাইলি না-কি অন্য দেশের নাগরিক তা স্পষ্ট করা হয়নি।
এদিকে আরও বলা হয়েছে, গ্রেফতারের পর মোসাদের গোয়েন্দাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তবে ইরানিয়ান গণমাধ্যম ইরনার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: