মরুর দেশ মরক্কোতে হঠাৎ বন্যা, ৩৭ জনের প্রাণহানি
মাত্র এক ঘণ্টার অতি ভারী বর্ষণে উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সাফি প্রদেশে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে ৩৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন। তবে আহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে ছাড়া পেয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) দেশটিতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা হয়।
এছাড়া বন্যায় ইতোমধ্যে ৭০টি বাড়ি-দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। রাজধানী রাবাত থেকে সাফি প্রদেশ ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। বন্যা মূলত হয়েছে প্রদেশের প্রধান শহর সাফিতে। এটি একটি পুরোনো এবং পর্যটন শহর।
প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার (১৪ ডিসেম্বর) ভোর থেকে বৃষ্টি শুরু হয় মরক্কোতে। দুপুরের দিকে তা প্রবল বর্ষণে রূপ নেয় এবং এই বর্ষণ স্থায়ী হয় এক ঘণ্টার কিছু বেশি সময়। সে সময়েই ঘটে এই ক্ষয়ক্ষতি।
প্রবল বর্ষণ-বন্যায় সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো সাফি শহর ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যানজটে স্থবির হয়েছিল। সন্ধ্যার দিকে বন্যার পানি নামতে শুরু করার পর পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করে।
প্রসঙ্গত, আফ্রিকার মরু আবহাওয়ার মরক্কোর বিভিন্ন এলাকায় টানা প্রায় সাত বছর ধরে খরা চলছে। এর মধ্যেই সাফি প্রদেশে ঘটল এই ঘটনা।
সূত্র: আলজাজিরা
বিভি/এসজি




মন্তব্য করুন: