• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

সংবিধান লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির বিরুদ্ধে

প্রকাশিত: ১৬:৫৯, ২৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সংবিধান লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির বিরুদ্ধে

কিছুদিন আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শাহবাজ শরিফের নতুন সরকার ইতিমধ্যে শপথ নিয়ে দায়িত্বও শুরু করেছেন। কিন্তু এরই মধ্যে এলো নতুন খবর। সংবিধান লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্ট আরিফ আলভিকে অভিশংসনের সিদ্ধান্ত নিয়েছে নতুন পাক সরকার।

বুধবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপতি ভবন আইওয়ান-ই-সদরে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে শপথ নেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির পিপলস পার্টি- পিপিপি'র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও বিলাওয়াল ভুট্টোর বাবা পিপিপি'র ভাইস চেয়ারম্যান আসিফ আলী জারদারি। 

এর আগে গত ১৯ এপ্রিল ৩৩ সদস্যের মন্ত্রিসভা শপথ নিলেও সে তালিকায় ছিলেন না বিলাওয়াল। ৩৩ বছর বয়সী এ নেতা এখন বিশ্বের কনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রীদের একজন। তার আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পিপিপি'র হিনা রব্বানি খার। 

এদিকে ঈদের পরপরই প্রেসিডেন্ট আরিফ আলভীকে অভিশংসন করা হতে পারে বলে নিশ্চিত করেছেন মুসলিম লীগ- নওয়াজের নেতা মহসিন শাহনেওয়াজ। তবে প্রেসিডেন্টকে অভিসংশনের জন্য পার্লামেন্টে সরকারি জোটের প্রয়োজনীয় ভোট নেই বলে মত বিশ্লেষকদের। অভিসংশনে দুইশ' ৯৫ ভোট দরকার হলেও সরকারি জোটের ভোট সংখ্যা দুইশ' ৭৭।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2