• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সৌদিতে চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ সোমবার

প্রকাশিত: ২১:৪০, ৩০ এপ্রিল ২০২২

আপডেট: ২১:৪৬, ৩০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সৌদিতে চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ সোমবার

সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ৩০ রমজান পূর্ণ হবে। সেই হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে আগামী সোমবার (২ মে)।

শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের রাজকীয় আদালত জানিয়েছে, দেশের চাঁদ দেখা কমিটি দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবছর ৩০টি রমজান পূর্ণ হবে। আর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে আগামী সোমবার।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানায় আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। শনিবার এক বিবৃতিতে আইএসি বলে, রমজান মাসের শেষের দিকের চাঁদটি তারা একেবারে হালকাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ ইসলামি বিশ্বের সব দেশ থেকে এদিন শাওয়াল মাসের চাঁদ দেখা প্রায় অসম্ভব।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

বিভি/এজেড

মন্তব্য করুন: