• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

চীনে ভবন ধসে নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ৬ মে ২০২২

ফন্ট সাইজ
চীনে ভবন ধসে নিহত ৫৩

ছবি : রয়টার্স

চীনে একটি ভবন ধসের ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল ওয়াঙচ্যাঙ্গ বিভাগের চাঙসা শহরে ভবন ধসের এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, হুনান প্রদেশের দুর্ঘটনাকবলিত ভবনটির ধ্বংসাবশেষ থেকে জীবিত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ভবন ধসের কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন। গ্রেফতার ৯ জনের মধ্যে দুর্ঘটনার জন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ হলো ভুল নথিপত্র সরবরাহ করার।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2