• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিক্ষোভকারীদের সরাসরি গুলি করার নির্দেশ দিল শ্রীলঙ্কা সরকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ১০ মে ২০২২

আপডেট: ২২:১৮, ১০ মে ২০২২

ফন্ট সাইজ
বিক্ষোভকারীদের সরাসরি গুলি করার নির্দেশ দিল শ্রীলঙ্কা সরকার

শ্রীলঙ্কার সরকার দেশটির নিরাপত্তা বাহিনীকে সরকারি সম্পত্তি ও কর্মীদের ওপর হামলাকারী বিক্ষোভকারীদের দেখা মাত্রা সরাসরি গুলির নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১০ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের এই নির্দেশ দিয়েছে। 

এর আগে প্রবল বিক্ষোভের মুখে সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপকসে পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু বিরোধীরা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যায়। সংঘর্ষে এ পর্যন্ত আটজন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। 

এছাড়াও বিক্ষোভকারীরা কলম্বোতে প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিসে হামলার পর মাহিন্দাকে ত্রিঙ্কোমালিতে নৌবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।
বিরোধীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগেও দাবি করলেও সেই দাবি তিনি মানবেন না বলে জানিয়েছেন। 

পরিস্থিতি সামাল দিতে আগামীকাল বুধবার (১১ মে) পর্যন্ত সারাদেশে কঠোরি কারফিউ জারি করা হয়েছে। খবর। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের।

বিভি/এইচএস

মন্তব্য করুন: