• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

উত্তর কোরিয়া করোনায় প্রথম মৃত্যুর খবর প্রকাশ

প্রকাশিত: ১২:৫১, ১৩ মে ২০২২

ফন্ট সাইজ
উত্তর কোরিয়া করোনায় প্রথম মৃত্যুর খবর প্রকাশ

চীন জাপান ও দক্ষিণ কোরিয়ায় করোনার আঘাত ছিল তীব্র। তবে নিজেদের পুরোপুরি সুরক্ষিত রাখার দাবি করে আসছিল চীন কোরিয়ার প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া। তবে শেষ পর্যন্ত করোনায় মৃত্যুর খবর শুনতেই হলো কিম জং উনকে। স্থানীয় সময় শুক্রবার করোনায় ৬ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়া। খবর : বিবিসি।

মহামারির আড়াই বছরের মধ্যে সংক্রমণের কথা স্বীকার করেনি উত্তর কোরিয়া। কিন্তু নতুন করে দেশটিতে মহামারি আকারে সংক্রমণ ছড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পিয়ংইয়ং। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম কোনো নাগরিকের মৃত্যুও হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কিম জং উনের দেশে লাখ লাখ মানুষের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে। জ্বরে আক্রান্ত পৌনে দুই লাখেরও বেশি মানুষকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপসর্গ রয়েছে প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মে) উত্তর কোরিয়ায় ৬ ব্যক্তি জ্বরে ভুগে মারা গেছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। 

দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১২ মে) প্রথমবারের মতো আক্রান্ত হিসেবে কোনো ব্যক্তির শনাক্ত হওয়ার খবর দেয়। জানানো হয়, রাজধানী পিয়ংইয়ং ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও করোনার সংক্রমণ ছড়াচ্ছে। তবে কত সংখ্যক মানুষ এ পর্যন্ত শনাক্ত হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি কিম প্রশাসন।

বৃহস্পতিবারই গোটা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এর ঠিক একদিন পরই প্রথম মৃত্যুর তথ্য দিলো দেশটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মূলত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে মানুষের মধ্যে জ্বরের প্রাদুর্ভাব বাড়তে শুরু করে। এরই মধ্যে প্রায় সাড়ে তিন লাখ মানুষের জ্বরের লক্ষণ দেখা গেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2