• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রেমিক রাতে কাছে না রাখায় অভিমানে জীবন দিলেন প্রেমিকা

প্রকাশিত: ২১:২৬, ১৯ মে ২০২২

আপডেট: ২১:৩৮, ১৯ মে ২০২২

ফন্ট সাইজ
প্রেমিক রাতে কাছে না রাখায় অভিমানে জীবন দিলেন প্রেমিকা

প্রতীকী ছবি

প্রেমিকের বাড়িতে রাতে একসঙ্গে থাকবেন বলে এসেছিলেন এক প্রেমিকা। কিন্তু প্রেমিকার ওই আহ্বানে সাড়া দেননি প্রেমিক। এরপর এ নিয়ে একটু মনোমালিন্য হয়। পরে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করেছেন ওই তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

গত সোমবার (১৬ মে) সকালে মুম্বাইয়ের দহিসারে প্রেমিকের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই প্রেমিকার নাম প্রণালী লোকরে (২০)।

বুধবার মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, প্রণালী এবং তার প্রেমিক একে অপরকে গত ছ’মাস ধরে চিনতেন। রবিবার রাতে তারা দু’জনেই একটি বিয়েবাড়ি গিয়েছিলেন। বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রণালী রাতে প্রেমিকের সঙ্গে থাকতে চান। কিন্তু তার প্রেমিক রাজি না হয়ে, প্রণালীকে বাড়ি চলে যেতে বলেন। বাড়ি ফিরে আসার পর প্রণালী আবার প্রেমিকের বাড়িতে রাত কাটানো নিয়ে জোর দিতে থাকেন। এক পর্যায়ে সোজা প্রেমিকের বাড়িতে উপস্থিত হন প্রণালী। সোমবার সকালে ওই যুবক ঘুম থেকে উঠে নিজ বাড়িতে প্রণালীর ঝুলন্ত দেহ দেখতে পান।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে, এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। প্রেমিককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হোয়াটসঅ্যাপে তাদের কথোপকথনও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। খবর : আনন্দবাজার।

আরও পড়ুন:

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2