• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ভূমিকম্পে কাঁপলো জাপান

প্রকাশিত: ১৬:৪৮, ২২ মে ২০২২

ফন্ট সাইজ
ভূমিকম্পে কাঁপলো জাপান

ভূমিকম্পে কেঁপে উঠলো পূর্ব এশিয়ার দেশ জাপান। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জাপান টাইমস জানায়, স্থানীয় সময় রবিবার (২২ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে  দেশটির পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে কম্পনটি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, প্রাথমিক অনুমান থেকে ভূমিকম্পের মাত্রা পরে ৫ দশমিক ৮ বলা হলেও পরে তা সংশোধন করা হয়েছে। এর মাত্রা ছিলো ৬ দশমিক শূন্য।

এর আগে গত ১৬ মার্চ স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের ফুকুশিমা উপকূল। উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম। এছাড়াও আহত হন শতাধিক। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ।

বিভি/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2