আগামী নির্বাচন নিয়ে যা বললেন শাহবাজ শরিফ
								
													ইমরান খানের ছয় দিনের দেওয়া আল্টিমেটামের জবাবে আগামী নির্বাচন নিয়ে সংসদে কথা বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, আগামী নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।
এর আগে নতুন পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারকে ছয় দিনের সময় বেঁধে দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বুধবার (২৫ মে) দিবাগত রাতে ইসলামাবাদে পৌঁছান ইমরান খান। বৃহসপতিবার (২৬ মে) সকালে জিন্নাহ অ্যাভিনিউতে বিক্ষোভে দেওয়া এক ভাসনে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি ছয় দিনের মধ্যে কোন সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে পরবর্তীতে জনগনকে নিয়ে ইসলামাবাদ দখল করা হবে।
সংসদের নিম্ন কক্ষে শাহবাজ শরিফ বলেন, নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ, আপনার সিদ্ধান্তে কাজ হবে না। এসময় তিনি ইমরান খানের তীব্র বিরোধীতা করেন। 
সূত্র: ডন
আরও পড়ুন:
বিভি/এসআই
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: