• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

বৃষ্টি-ভূমিধসে ব্রাজিলে নিহত অন্তত ৩৫

প্রকাশিত: ১২:১৬, ২৯ মে ২০২২

ফন্ট সাইজ
বৃষ্টি-ভূমিধসে ব্রাজিলে নিহত অন্তত ৩৫

ব্রাজিলে প্রবল বৃষ্টিতে কমপক্ষে ৩৫ জন মারা গেছে। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে গত শুক্র ও শনিবারের টাকা বৃষ্টিতে ভূমি ধ্বসে এই ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে রোববার (২৯ মে) এই তথ্য জানা গেছে। 

ব্রাজিলে প্রাদেশিক সরকার জানিয়েছে, বৃষ্টি ও ভূমি ধ্বসের ঘটনায় ৭৬৫ জন মানুষ ঘর-বাড়ি ছেড়েছে। পারনাম্বুকো প্রদেশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, পাহাড়ি শহুরে এলাকাগুলোতে ভূমিধ্বসে শনিবার বিকেল পর্যন্ত প্রদেশটিতে কমপক্ষে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে গেল বছরের বেশিভাগ সময় খরার মধ্যে কেটেছে। তবে বছরের শেষে তীব্র বৃষ্টিপাতে অনেকের মৃত্যু হয়েছে। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2