• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

প্রকাশিত: ০৭:৪৩, ১২ জুন ২০২২

আপডেট: ০৭:৫৫, ১২ জুন ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনকে ইইউ সদস্যপদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবারের ছবি

ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে দেওয়া হবে কি না এ বিষয়ে জোটের সিদ্ধান্ত আগামী সপ্তাহে জানানো হবে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন এ তথ্য জানিয়েছেন। খবর: আল–জাজিরা।

ইউরোপীয় কমিশনের প্রধান আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়েছেন। শনিবার (১১ জুন) তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইইউর এ সিদ্ধান্তের কথা জানান উরসুলা।

বৈঠক শেষে জেলেনস্কির সঙ্গে সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, ‘আপনি (জেলেনস্কি) আইনের শাসন শক্তিশালী করার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু এখনও সংস্কারের প্রয়োজন রয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ আপনাদের (ইউক্রেনের) ইইউভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করা না করার বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।’

ইউক্রেনে রুশ হামলার শুরুর পর দেশটিতে উরসুলা ভন দের লিয়েনের এটা দ্বিতীয় সফর।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2