• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

লস অ্যাঞ্জেলেসে গুলিতে দুই পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: ১৭:২৫, ১৫ জুন ২০২২

আপডেট: ১৮:৫১, ১৫ জুন ২০২২

ফন্ট সাইজ
লস অ্যাঞ্জেলেসে গুলিতে দুই পুলিশ সদস্য নিহত

ছবি: এনবিসি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অস্ত্রধারীর গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। খবর: এনবিসি নিউজ।

নিরাপত্তাবাহিনী জানায়, মঙ্গলবার (১৪ জুন) অঙ্গরাজ্যটিতে একটি ছুরিকাঘাতের ঘটনা তদন্তে এবং সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ওই হামলাকারী। এ সময় দুইপক্ষের গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বন্দুকধারীর মৃত্যু হয় বলে জানায় আইন-শৃঙ্খলা বাহিনী।

দুই পুলিশ সদস্য নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।

এল মন্তে শহরের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সিয়েস্তা ইন নামের ওই রেস্টুরেন্টে প্রবেশের পরই পুলিশের ওপর গুলি চালানো হয়। তারা এক বিবৃতিতে জানায়, আজকের রাতের এ গুলির ঘটনায় এল মন্তে শহর গভীরভাবে শোকাহত। এ ঘটনায় আমাদের দুজন পুলিশ কর্মকর্তাকে হারিয়েছি। এমন পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ। বিক্ষোভের মুখে পড়ে বন্দুক কেনার আইন বদল করা নিয়ে আলোচনায় বসেছে মার্কিন পার্লামেন্ট।
 

বিভি/এসএইচ/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2