• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে: ন্যাটো প্রধান

প্রকাশিত: ১৪:২০, ১৯ জুন ২০২২

আপডেট: ১৫:৫১, ১৯ জুন ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে: ন্যাটো প্রধান

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের যুদ্ধ ‘বহু বছর দীর্ঘস্থায়ী’ হতে পারে। এজন্য তিনি বিশ্ববাসীকে প্রস্তুত থাকতে বলেছেন। খবর: বিবিসি

রবিবার প্রকাশিত জার্মান সংবাদপত্র বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব এ কথা বলেন। তিনি এ সময় এ কথাও বলেছেন যে, ইউক্রেনকে সামরিক সরঞ্জাম পাঠানো হলে ইউক্রেনকে তা বিজয় অর্জনে সহায়ক হতে পারে।
 
এ যুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানানো উচিত উল্লেখ করে জেনস বলেন, ‘আমাদের অবশ্যই এর জন্য প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনের সমর্থনে আমাদের দুর্বল হওয়া উচিত নয়। এমনকি এর জন্য যদি আমাদের উচ্চমূল্য দিতে হয় তবুও নয়।’

ইতোমধ্যে এই যুদ্ধের প্রভাবে পৃথিবীজুড়ে জ্বালানি ও খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। তবু আমাদের এই দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। বলে উল্লেখ করেন তিনি।
 

বিভি/এনএ

মন্তব্য করুন: