• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতে করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা, চার মাসের সর্বোচ্চ সংক্রমণ আজ

প্রকাশিত: ১৯:০৪, ২৪ জুন ২০২২

ফন্ট সাইজ
ভারতে করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা, চার মাসের সর্বোচ্চ সংক্রমণ আজ

ভারতে গত চার মাসের মধ্যে বৃহস্পতিবার (২৩ জুন) করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৭ হাজার। এক দিনের ব্যবধানে বেড়েছে প্রায় ৪ হাজার। এ অবস্থায় দেশটিতে করোনার চতুর্থ ঢেওয়ের আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৩ জুন) দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৫ হাজারের বেশি। কেরালা ও রাজধানী দিল্লির অবস্থাও উদ্বেগজনক। এ রাজ্যগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেট।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালেয়ের প্রতিবেদন বলছে, বর্তমানে দেশটিতে করোনার একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জন।

করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে সুস্থতার হারও কমে গেছে। যার হার ৯৮.৫৯ শতাংশ। 

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। সংক্রমণের গতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য পরীক্ষার ওপর জোর দিতে বলেন তিনি। যেসব জেলায় সংক্রমণের হার বেশি সেসব জেলায় স্বাস্থ্য পরীক্ষার হার বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রীর এ বৈঠক নতুন করে ভাবাচ্ছে দেশটির সাধারণ মানুষদের। সব মিলিয়ে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছে ভারত।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2