• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের আরও ৪৫ কোটি ডলারের সামরিক সহায়তা

প্রকাশিত: ১৫:০৭, ২৫ জুন ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের আরও ৪৫ কোটি ডলারের সামরিক সহায়তা

ইউক্রেনকে আরও ৪৫ কোটি ডলারের সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিটংটন। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে। খবর: রয়টার্স।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে শুরু থেকে কিয়েভকে নানাভাবে সহায়তা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। নতুন এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে ৪টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) বা দূর পাল্লার রকেট নিক্ষেপকারী অস্ত্র। এছাড়া সাগর ও নদীপথে টহল দিতে উপযোগী ১৮টি নৌযান এবং বেশ কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ।

যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইউক্রেনে ১০০ কোটি ডলারের সামরিক সহায়তার সর্বশেষ প্যাকেজ পাঠায়। সেই প্যাকেজের মধ্যে ছিল জাহাজ বিধ্বংসী রকেট সিস্টেম, আর্টিলারি রকেট, হাউইটজার কামান ও গোলাবারুদ।

যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিভি/এনএ

মন্তব্য করুন: