• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বাইডেনসহ ২৫ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৮:১৯, ২৮ জুন ২০২২

ফন্ট সাইজ
বাইডেনসহ ২৫ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

বাইডেনের স্ত্রী-কন্যাসহ ২৫ আমেরিকানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা দিয়ে জানানো হয়। খবর: বার্তা সংস্থা এএফপি।

মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘রাশিয়ার রাজনৈতিক ও সাধারণ ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার প্রতিক্রিয়া হিসেবে আরও ২৫ আমেরিকান নাগরিককে নিষিদ্ধ তালিকায় যুক্ত করা হয়েছে।’

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন একাধিক মার্কিন সিনেটর। তাঁদের মধ্যে অন্যতম হলেন মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স, কেনটাকির মিচ ম্যাককনেল, আইওয়ার চার্লস গ্রেসলি ও নিউইয়র্কের সিনেটর ক্রিস্টেন গিলিব্রান্ড। এ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় আছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক ও সাবেক সরকারি কর্মকর্তা।

এ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন ও মেয়ে অ্যাশলে বাইডেনসহ ২৫ জন মার্কিন নাগরিক রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না।

বিভি/এনএ

মন্তব্য করুন: