• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

মরুভূমিতে হারিয়ে যাওয়া ২০ জনের লাশ লিবিয়ায় উদ্ধার

প্রকাশিত: ১২:২৫, ৩০ জুন ২০২২

আপডেট: ১২:৪৯, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
মরুভূমিতে হারিয়ে যাওয়া ২০ জনের লাশ লিবিয়ায় উদ্ধার

বুধবার (২৯ জুন) রাতে প্রকাশিত আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মরুভূমিতে হারিয় যাওয়া ২০ জনের মরদেহ লিবিয়াতে পাওয়া গেছে। উদ্ধারকারীদের বরাতে, আল জাজিরা বলছে, মরুভূমিতে তৃষ্ঞার কারনে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। 

কুফরা থেকে প্রায় ৩২০ কিলোমিটার (১৯৮ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত উদ্ধারের ঘটনাস্থলটি প্রথমে একজন ট্রাক ড্রাইভারের নজরে আসে। পরে মরদেহ গুলোকে উদ্ধার করা হয়। 

কুফরার অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে একটি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পিকআপ ট্রাকের পাশে মরুভূমিতে লাশগুলো বালিতে পড়ে আছে। কুফরা অ্যাম্বুলেন্সের প্রধান ইব্রাহিম বেলহাসানকে উদ্ধৃত করে আল-জাজিরা বলছে, মৃতদের মধ্যে দু’জন লিবিয়ান এবং বাকিরা চাদ থেকে থেকে লিবিয়ায় আসা অবিবাসী বলে ধারনা করা হচেছ। 

ঘটনাস্থল, লিবিয়ার কম জনবহুল এই অঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ফারেনহাইট) ওপরে থাকে বলে জানা গেছে। 


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2