• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কালোবাজারে বিক্রি হচ্ছে ইউক্রেনকে দেওয়া পশ্চিমা অস্ত্র

প্রকাশিত: ২৩:১৯, ৫ জুলাই ২০২২

ফন্ট সাইজ
কালোবাজারে বিক্রি হচ্ছে ইউক্রেনকে দেওয়া পশ্চিমা অস্ত্র

ইউক্রেনে রুশ হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক সহায়তা হিসেবে যেসব আধুনিক অস্ত্র-গোলাবারুদ পাঠিয়েছে ইউক্রেনে, তার কয়েকটি চালান কালোবাজারে চলে গেছে বলে দাবি করেছে রাশিয়া। এর ফলে বিশ্বজুড়ে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেতে পারে বলে সতর্কবার্তাও দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর: রয়টার্স।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ‘সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত পশ্চিম ইউক্রেনকে সহায়তা হিসেবে যে পরিমাণ অস্ত্র-গোলাবারুদ পাঠিয়েছে, সেসবের সম্মিলত ওজন ২৮ হাজার টনেরও বেশি হবে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী সেসব অস্ত্রের অন্তত কয়েকটি চালান ইউক্রেনের সেনাবাহিনী পর্যন্ত পৌঁছায়নি। সেসব অস্ত্র বেহাত হয়েছে এবং মধ্যপ্রাচ্যসহ ইতোমধ্যে বিশ্বের একাধিক কালোবাজারে মিলছে পশ্চিমা সহায়তার সেসব অস্ত্র। ইউক্রেনভিত্তিক একটি চক্র এজন্য দায়ী।’

তিনি বলেন, ‘এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। কারণ, কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে এসব অস্ত্র পড়লে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা সংকটে পড়বে।’

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। তাতে বলা হয়েছে ইউক্রেনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটোর সদস্য দেশসমূহের পাঠানো বিভিন্ন অস্ত্র চোরা বাজারে বিক্রি করছে দেশটির একটি অসাধু চক্র। চোরাবাজারে বিক্রির জন্য ওঠা এসব অস্ত্রের মধ্যে বন্দুক-হ্যান্ডগান ও বুলেটপ্রুফ জ্যাকেট থেকে শুরু করে এনএলএডব্লিউ ট্যাংক বিধ্বংসী সিস্টেম, ফনিক্স ঘোস্ট ও সুইচব্লেড বিস্ফোরক এবং ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্র রয়েছে। অস্ত্রের চোরাবাজার সম্পর্কে ধারণা রয়েছে— এমন যে কেউই এসব অস্ত্র কিনতে পারবে ইউক্রেনের এই অসাধু চক্রের কাছ থেকে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2