• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফিনল্যান্ড–সুইডেনকে ন্যাটোভুক্ত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ২৩:৩৩, ৫ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ফিনল্যান্ড–সুইডেনকে ন্যাটোভুক্ত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু

ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট। দেশ দুটির যোগদানে একটি প্রটোকল সই করেছে তারা। মঙ্গলবার ন্যাটোর সদস্যদেশগুলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ প্রটোকল সই করে।

এ প্রটোকলে স্বাক্ষর করার অর্থ হলো এখন থেকে ন্যাটোর বৈঠকে দেশ দুটি যোগ দিতে পারবে। এ ছাড়া ন্যাটো দেশগুলোর কাছ থেকে গোয়েন্দা সহযোগিতা পাবে। তবে এখনই ন্যাটো দেশগুলোর কাছ থেকে প্রতিরক্ষা সুবিধা পাবে না। 

ন্যাটোভুক্ত দেশগুলো যে কোনো একটি আক্রান্ত হলে অন্য মিত্রদের ওপর হামলা হিসেবে গণ্য করা হয়। অনুমোদিত না হওয়া পর্যন্ত ফিনল্যান্ড ও সুইডেন এ শর্তের মধ্যে পড়বে না। সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের বিষয়টি জোটের পার্লামেন্টে অনুমোদন প্রয়োজন, যা সময়সাপেক্ষ ব্যাপার।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর রুশ আক্রমণের আশঙ্কায় ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2